1. jagonewsnarsingdi@gmail.com : nurchan :
সোমবার ১৮ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ দুপুর ২:০০

পলাশে শহীদ মিনারের পিলার ভেঙ্গে শিশু নিহত

 • প্রকাশিতঃ শনিবার, ২ অক্টোবর, ২০২১
 • ৩০৪ বার

নিজস্ব প্রতিনিধি

নরসিংদীর পলাশে খেলতে গিয়ে ঝুকিপূর্ণ শহীদ মিনারের পিলার ভেঙে জান্নাতি রাবিয়া নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। সে গজারিয়া ইউপির সেকান্দরদী গ্রামের মো. রাব্বি মিয়ার মেয়ে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে যায় শিশু রাবিয়াসহ আরো কয়েক শিশু। শিশুরা স্কুলের শহীদ মিনারের পাশেই খেলতে ছিল। এ সময় দীর্ঘদিন ঝুকিপূর্ণ ঘোষণাকৃত শহীদ মিনারের পিলার ভেঙে শিশু রাবিয়ার ওপর পড়ে। আর শিশুটি ছোট্ট হওয়ায় তার মাথার ওপর পিলারটি পড়ায় সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়।

এসময় আশপাশের শিশুরা ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পলাশ থানার এসআই সাইদুর রহমান ঘটনাস্থলে যান।

শিশু মৃত্যুর খবর পেয়ে পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মো.সুরুজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশু রাবিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন
 • 207
 •  
 •  
 •  
 •  
  207
  Shares
আরো খবর.
© জাগো নরসিংদী ২৪ আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Customized By BlogTheme