হলধর দাস: নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে ৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ৩৮ টি পদের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত মোট বৈধ আবেদনকারীর সংখ্যা ছিলো ৫২৮৭ জন।
পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা ও যেকোন ধরণের অনিয়ম প্রতিরোধে ৯ টি কেন্দ্রে মোট ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। পরীক্ষা গ্রহণের সার্বিক প্রক্রিয়া সম্পন্নকরণের জন্য ৯ টি কেন্দ্রে মোট ২২১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকগণকে বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সুপারভিশনের দায়িত্ব প্রদান করা হয়। পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসক ড. বদিউল আলম নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সুশীল সমাজের প্রতিনিধিসহ ভিজিলেন্স টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্নকরণের স্বার্থে জেলা প্রশাসক ড. বদিউল আলম-এর নেতৃত্বে জেলা প্রশাসন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষাকে কেন্দ্র করে দালাল ও প্রতারক চক্র কর্তৃক প্রলুব্ধ হয়ে যেকোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে পরীক্ষার্থীগণকে সতর্ককরণের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারিপূর্বক জেলা ও উপজেলা ওয়েব পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচার করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশমুখে ব্যানারের মাধ্যমে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া ও করণীয়-বর্জনীয় বিষয়ে কেন্দ্রসচিবগণের সাথে সভা আহবানপূর্বক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আসন বিন্যাস নির্ধারণ, প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রন, প্রশ্নপত্র নরসিংদী ট্রেজারিতে নিরাপদে সংরক্ষণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা পরীক্ষা কেন্দ্রে প্রেরণসহ উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুত ও প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বারিতকরণ, পরীক্ষাকেন্দ্রে ডিজিটাল ডিভাইস বহন নিষিদ্ধকরণ এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোরতা অবলম্বনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।