• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

দুই ছেলেকে নিয়ে সিনেমা হলে নিজের অভিনীত ছবি দেখলেন পরীমনি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৬ এএম
দুই ছেলেকে নিয়ে সিনেমা হলে নিজের অভিনীত ছবি দেখলেন পরীমনি 
পরীমনি। ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দুই ছেলেকে সাথে নিয়ে সিনেমা দেখলেন অভিনেত্রী পরিমনি। গতকাল শুক্রবার ছবিটা মুক্তি পেয়েছে। 

‘মা’ নামের ছবিতে অভিনয় করেছেন পরীমণি। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

এর আগে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটির।

সেসময় পরীমণি সিনেমাটির নির্মাতা অরণ্য আনোয়ারের কাছে একটি আবদার জানিয়েছিলেন। দেশের প্রেক্ষাগৃহে  ‘মা’ মুক্তির প্রথম দিন দুই ছেলে নিয়ে ছবিটি দেখতে চান বলে জানিয়েছিলেন। আজ শুক্রবার ছবিটি মুক্তি পেতেই নিজের ইচ্ছা পূরণ করলেন। দুই ছেলেকে নিয়ে হলে গেলেন ‘মা’।

পরীমণির ১০ মাস বয়সী সন্তান রাজ্যকে সবাই জানেন। কিন্তু দ্বিতীয় ছেলেটি কে? আগেই এই রহস্য ভেঙেছেন পরী। এর আগে দুই ছেলেকে নিয়ে ‘মা’দেখার আবদার জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। সেখানে জানিয়েছিলেন এ সম্পর্কে।

সামাজিক মাধ্যমে এই ছবিতে তার ছেলের চরিত্রে অভিনয় করা একরত্তি শিশুশিল্পীর ভিডিও প্রকাশ করে লিখেছিলেন, ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য (পরীর ছেলে) তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে!

বাচ্চাটা কতো বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে এই একটা চাওয়াটা থাকল। আমি আমার ছেলে এবং আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শোটা দেখতে চাই।

 

 

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ