• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সেরা পুলিশ কর্মকর্তা ডিবি'র ওসি আবুল বাশার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৮ পিএম
নরসিংদীতে সেরা পুলিশ কর্মকর্তা ডিবি'র ওসি আবুল বাশার
পুরস্কার গ্রহণ করছেন ওসি আবুল বাশার

স্টাফ রিপোর্টার:  নরসিংদী জেলার সেরা পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। 

তিনি বিগত ডিসেম্বর ২০২২ এর জন্য সেরা নির্বাচিত হলেন। 

শনিবার (১৪ জানুয়ারি) পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল‍্যাণ সভায় ওসি আবুল বাশার'র হাতে জেলার সেরা পুলিশ কর্মকর্তার পুরস্কার ও আইজিপি প্রেরিত অর্থ তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।

জানা যায়, ওসি আবুল বাশার নরসিংদী জেলা পুলিশের কর্তা ব‍্যক্তি পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম'র সার্বিক  দিকনির্দেশনায় ও তার বিভাগে সদস‍্যের সহায়তায় রায়পুরা চরাঞ্চলে চেয়ারম‍্যান মানিক হত‍্যাকান্ডে জড়িত আসামি গ্রেফতার ও হত‍্যাকান্ডে ব‍্যবহৃত অস্ত্র উদ্ধারসহ নরসিংদী বড় বাজার এলাকা হতে আনসারদের লুণ্ঠিত অস্ত্র গুলি উদ্ধার করতে সমর্থ হন। 

তার এই কৃতিত্বের জন‍্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)'র পক্ষ থেকে তিনি অর্থ পুরস্কার লাভ করেন। 

ওসি আবুল বাশার বিগত ডিসেম্বর ২২'এ  সেরা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা নির্বাচিত হন।

সেই  সাথে তিনি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারি কর্মকর্তা হিসেবে ডিসেম্বর ২২ সালের সেরা কর্মকর্তা  হওয়ার গৌরব অর্জন করেন।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক

লাইফস্টাইল বিভাগের জনপ্রিয় সংবাদ