মকবুল হোসেন: ১৬ ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় দিবসে মাধবদী বিজয় মঞ্চে আবারো রান্না করা খাবার খাওয়ালেন মাধবদী স্বেচ্ছাসেবক সংগঠন ফোরাম।
এই উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের মাধবদী শাখার সভাপতি আলহাজ্ব আল আমিন রহমান, র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইসমাইল, আনোয়ার হোসেন মোল্লা, আল আমিন চৌধুরী, আবদুল হামিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষকে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
সভাপতি আলহাজ্ব আল আমিন রহমান বলেন, প্রতি মাসে মাধবদী স্বেচ্ছাসেবি সংগঠন বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষকে রান্না করা খাবার পরিবেশন করে। আজ ছিল দশম পর্ব। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।