স্টাফ রিপোর্টার: প্রথম বারের মতো নিজের লেখা ও সুরে মৌলিক গান গাইলেন তরুণ প্রজন্মের স্বনামধন্য কণ্ঠশিল্পী রাইসা সুগন্ধি। এবারের ঈদ-উল-ফিতরে রাইসার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে গানটি।
রোমান্টিক মেলোডি ধাঁচের এই নতুন গানটি নিয়ে শিল্পী ভীষণ আশাবাদী রাইসা।
তিনি বলেন, "সবসময় তো বিভিন্ন গীতিকার ও সুরকারদের গানে কণ্ঠ দিয়েছি, কিন্তু এবারই প্রথম নিজে লিখে ও সুর করে নিজেই গান তৈরী করে গেয়েছি, এ এক অন্য রকম অনুভূতি৷ এবারের ঈদে আমার শ্রোতাদের জন্য এটি আমার পক্ষ থেকে বিশেষ উপহার। আশা করি গানটি সবার ভালো লাগবে।"
শিল্পী আরো জানান, এই গানটির সাথে নিজের লেখা ও সুরে তিনি আরো দুটি গান তৈরী করেছেন যেগুলোর কাজও সম্পন্ন হয়েছে।
এছাড়াও কিছুদিন আগে তার মায়ের লেখা ও শিল্পীর নিজের সুরে একটি মৌলিক গান সব মহলের শ্রোতাদের কাছে সমাদৃত হওয়ায় মায়ের লেখায় আরো একটি মৌলিক গানের কাজ হাতে নিয়েছেন তিনি। ঈদের পর পরই বাকী গানগুলোও পর্যায়ক্রমে রিলিজ হবে শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল "Raisa Sugondhi" তে।
জাগো নরসিংদী/শহজু