• নরসিংদী
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে নববর্ষবরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২৮ পিএম
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে নববর্ষবরণ

হলধর দাস : নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে নরসিংদী জেলা প্রশাসন বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে। 

১২ থেকে ১৪ এপ্রিল  পর্যন্ত  সময়ে জেলা শিল্পকলা একাডেমি ও  শিশু একাডেমিতে বাঙালি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 
পহেলা  বৈশাখ ১৪৩২ বাংলা/১৪ এপ্রিল ২০২৫ সকাল সাড়ে 

৮ টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বর্ষবরণ,সকাল ১০ টায় বৈশাখী মেলা ও লোকজ সংস্কৃতি প্রদর্শনী,সকাল ১১ টায় দেশীয় খেলা প্রদর্শন এবং সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। 

সার্কিট হাউজের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী'র নেতৃত্বে  র‌্যালীতে অংশ নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী  পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া ও  হারুন-অর রশিদ হারুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

র‍্যালির পর দিনটি উপলক্ষে পর্যায়ক্রমে বৈশাখী মেলা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী, দেশীয় খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। 
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ