• নরসিংদী
  • শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রাজশাহীতে ’দ্য ফ্লাইং ফিট’ তায়কোয়ানদো ক্লাবের যাত্রা শুরু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২২ পিএম
রাজশাহীতে ’দ্য ফ্লাইং ফিট’ তায়কোয়ানদো ক্লাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : শারীরিক নিরাপত্তা, সুস্থতা এবং আত্মরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজশাহীতে সম্প্রতি যাত্রা শুরু করেছে  ‘দ্য ফ্লাইং ফিট’ নামে তায়কোয়ানদো ক্লাব।  রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে  ৬ টায় রাজশাহী মহানগর  সিএন্ডবি মোড়ে অবস্থিত পলিমাটি চত্ত্বরে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্লাবটি যাত্রা শুরু করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  মু. রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মো. আলিফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তরফদার মো. আক্তার জামীল বলেন, শরিরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্টের জন্য তায়কোয়ানদোর ভূমিকা অপরিসীম। তায়কোয়ানদো চর্চার মাধ্যমে আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে প্রটেক্ট করার মত ক্ষমতা বৃদ্ধি পায়। 

তিনি আরও বলেন, অনেকেই মনে করেন নারীদের এসব খেলায় পর্দা রক্ষা হয় না কিন্তু এটা তাদের ভূল ধারনা। মেয়েদের পর্দার বিষয়টি  সম্পুর্ণ নিজেদের বিষয়। আপনি চাইলে সম্পুর্ণ পর্দার সহিত তায়কোয়ানদো শিখতে পারেন। তায়কোয়ানদোর পোশাক মার্জিত পোশাক।

বিশেষ অতিথির  মু. রেজা হাসান বলেন,  তায়কোয়ানদো এমন একটি আর্ট যাতে  অগ্রাধিকার দেওয়া হয় ডিসিপ্লিনকে। তাই আমাদের সন্তানদেরকে  তায়কোয়ানদো শিক্ষা দিলে সে পড়ালেখা র পাশাপাশি অবসর সময়ে তায়কোয়ানদো নিয়ে ব্যস্ত থাকবে। এতে করে সে সঙ্গদোষে ভূল পথে হাঁটবে না এবং সকল প্রকার মাদক থেকে দূরে থাকবে।

প্রকৌশলী মো. আলিফ হোসেন বলেন, বর্তমানে মোবাইল, ফেইসবুক, ইন্টারনেটের প্রতি বাচ্চাদের আসক্তি বেশী। তায়কোয়ানদো এই সকল জিনিসের অপব্যবহার থেকে দূরে রাখবে এবং তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। তায়কোয়ানদো কখনো পড়াশোনার ক্ষতি করে না বরং মনোযোগ শক্তি বৃদ্ধি করে। 

‘দ্য ফ্লাইং ফিট’ এর প্রশিক্ষক মাধুর্য  জানান,  ৬ থেকে ৮০ বছর বয়সী সবাই তায়কোয়ানদো  মার্শাল  আর্ট  শিখতে পারেন। তাই যে কেউ প্রশিক্ষণের জন্য তাদের ক্লাবে ভর্তি হতে পারবেন । 

যারা প্রশিক্ষণ  নিতে  চান তাদেরকে তিনি যোগাযোগের জন্য অনুরোধ করেন।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ