মো. শাহাদাৎ হোসেন রাজু: 'সুখ পাইলাম না রে, সুখ পাইলাম না…' এমন বিলাপের সুরে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন সাদিহা। তার সেই কান্না পাষাণ মনেও দাগ কাটলেও গলাতে পারেনি স্বামী মিজান ও শ্বশুর সাগর মিয়ার হৃদয়ের কঠোরতা।
সাহিদার কোলে দুই বছরের শিশু কন্যা মেহেরিন। নিরুপায় শিশুটি নির্বাক চোখে ... Read More>>