
হলধর দাস : নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি অনন্যসাধারণ,সময় উপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি
এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে এলইডি রিচার্জেবল এনার্জি স্যাভিং লাইট বিতরণ করেছেন ।
দেশব্যাপী এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা -২০২৫ চলমান রয়েছে। গত ১৭ এপ্রিল ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কাল -বৈশাখী ঝড় শুরু হয় এবং বিদ্যুৎ চলে যায়। পরীক্ষার হলগুলোতে অন্ধকার নেমে আসে। ফলে পরীক্ষার্থীদের উত্তর পত্র লিখতে সমস্যা হয়। ওইদিন
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার কয়েকটি কেন্দ্রে আলোর স্বল্পতা দেখতে পান।
বিশেষ করে পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় গিয়ে দেখেন পরীক্ষার্থীরা মোমবাতির আলোতে কষ্টকরে পরীক্ষা দিচ্ছেন। তিনি আধুনিক তথ্য প্রযুক্তির এযুগে মোমবাতি জ্বালিয়ে কষ্ট করে পরীক্ষা দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক বলে মনে করেন। তাই তিনি পরীক্ষার কেন্দ্রে নিরবিচ্ছন্ন আলো সরবরাহের জন্য নরসিংদী সদর উপজেলার ১৫টি কেন্দ্র ও ভেন্যু(উপকেন্দ্র) কেন্দ্রের প্রায় ২৫০ টি কক্ষে প্রতি কক্ষে ২ টি করে ৫ শত এলইডি এনার্জি স্যাভিং ও রিচার্জেবল লাইট বিতরণ করেন।
লাইট বিতরণকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,পরীক্ষা চলাকালীন সময়ে কাল বৈশাখীর ঝড়-বৃষ্টি কিংবা অন্য কোন কারণে বিদ্যুৎ না থাকলেও রিচার্জেবল এনার্জি সেভিং বাল্বের আলোয় পরীক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন নাজির,পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমান, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত )সুকুমার চন্দ্র কর, মাধবদী সতীপ্রসন্ন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকারসহ শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
এসএসসি পরীক্ষার কয়েকজন কেন্দ্র সচিবদের সাথে কথা বললে তাঁরা জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকার এসএসসি পরীক্ষার্থীদের জন্য রিচার্জেবল এনার্জি সেভিং বাল্বের ব্যবস্থা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার আরও বলেন, এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আশাকরি আমার এ ক্ষুদ্র প্রয়াসে নরসিংদী সদর উপজেলার চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা উপকৃত হবে।
এছাড়াও তিনি সুষ্ঠু, সুন্দরভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।