
স্টাফ রিপোর্টার: এমপিওভূক্তির দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ৬ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের এই সব শিক্ষকরা।
অবস্থান ধর্মঘট পালনকালে এই দিন বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বীকৃতি প্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক শায়লা আক্তা ও ইয়াকুবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অবস্থান ধর্মঘটে বক্তৃতারা বলেন, বাংলাদেশের স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগন ২০১০ সাল থেকে বেতন ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদান ও সেবা দিয়ে আসছে। এসকল শিশুদেরকে সামাজিক, পারিবারিকভাবে সমাজের মধুস্রোতে সম্পৃক্ত করেছে প্রথম থেকে অবহেলিত এইসব শিক্ষক কর্মচারীরা। শুধু তাই নয় দেশের একটি বিছিন্ন দুর্বল অংশকে সরকারের জন্য মানব সম্পদে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করছে এইসব শিক্ষক কর্মচারীগণ। এই অবহেলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা ভেবে স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় গুলোকে এমপিও করার জন্য তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিকট আবারও জোর দাবি জানান।
এসময় বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বর্তমান সরকার মেনে না নিবে ততক্ষণ তাদের এই অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।