
স্টাফ রিপোর্টার:" ইহকালের ভোগ সামান্য এবং যে সংযমী তার জন্য পরকালই উত্তম" আল কোরানের এই বানীকে সামনে রেখে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির (নকশিস) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি মশিউর রহমান মৃধার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মজিদ মোল্লা ফাউন্ডেশন চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আর্করাম হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, নরসিংদী ডাঃ সৈয়দ মো. আমিরুল হক শামীম, নরসিংদী সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোল্লাফা মিয়া নরসিংদী সরকারি মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ও কর্মচারী ঐক্যজোটের নরসিংদী জেলা শাখা সভাপতি বি জি রশিদ নওশের, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনির, সাহেপ্রতাব এলাকার বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ও আইডিইবি নরসিংদী জেলা শাখা সদস্য সচিব প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন নকশিসের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক আবদুস সবুর, বরেণ্য চিকিৎসক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস, নরসিংদী জেলা কমিশনার আলতাফ হোসেন নাজির, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস প্রধান শিক্ষক মো. ইমন হোসেন, নকশিসের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, শফিকুর রহমান বকুল, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অধ্যক্ষ ও উপদেষ্টা, নকশিস সদর শাখা হেরেম উল্লাহ আহসান, নরসিংদী জেলা প্রাইভেট কলেজ শাখা সভাপতি অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, সাহেপ্রতাপ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মজিবুর রহমান নোমানী, নকশিসের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামাল, মনোহরদীর বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুজ্জামান মনির, নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরফ টিপু।
এছাড়া দোয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নকশিসের রায়পুরা উপজেলা শাখা সভাপতি ড. শফিউল আজম কাঞ্চন, নরসিংদী সদর শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, শিবপুর উপজেলা শাখা সভাপতি নূরউদ্দিন মো. আলমগীর, পলাশ উপজেলা শাখা সভাপতি মো. হুমায়ুন কবির, মনোহরদী উপজেলা শাখা সভাপতি মো. তাফাজ্জল হোসেন, মাধবদী শাখা সভাপতি আবদুল ওয়াদুদ, বেলাব উপজেলা শাখা সভাপতি মো. আবদুল মোতালিব, নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ সহ-সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম সরকার স্বপন, হাজী আবেদ আলী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপদেষ্টা, নকশিস মো. ছানাউল্লাহ, শীলমান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার ও উপদেষ্টা নকশিস খোরশেদ আলম বাতেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, আলোকিত নরসিংদী সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, আমরা নরসিংদীবাসীর সধারণ সম্পাদক তৌকির আহমেদ, আলিফ মোহাম্মাদ ফাউন্ডেশন সভাপতি জহিরুল ইসলাম সুমন, নরসিংদীর গোল্ডেন স্টার পার্কের পরিচালক মো. আসাদুজ্জামান সরকার, নকশিসের রায়পুরা উপজেলা শাখা সাধারণ সম্পাদক ফজলুল হক ফকির, নরসিংদী সদর শাখা সাধারণ সম্পাদক আসাদ সরকার, মাধবদী শাখা সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম নাদিম, মনোহরদী উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, শিবপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বেলাব উপজেলা শাখা সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পলাশ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
ইফতার মাহফিলের প্রথমে, নরসিংদীর শিক্ষাকে কিভাবে আরো এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বক্তারা৷ আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।