নিজস্ব প্রতিনিধি: শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নরসিংদীর শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রিডিং এন্ড রাইটিং কর্ণার নামে বিতর্ক ক্লাব, ভাষা শিক্ষা ক্লাব ও সাংস্কৃতিক প্লাটফর্ম সম্বলিত নতুন কর্ণার উদ্বোধন করা হয়েছে।
৩০ আগষ্ট (বুধবার) সকালে শিবপুর উপজেলার কারারচর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রুহুল সগীর, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার, প্রধান শিক্ষক আবু হানিফ ও স্কুল কমিটির সভাপতি রোমান পাঠান উপস্থিত ছিলেন।
এই কর্ণারে প্রতি সপ্তাহে একদিন শিশুদের নিয়ে বিতর্ক, শুদ্ধ ভাষা শিক্ষা চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হবে। শিবপুর উপজেলা পরিষদের অর্থায়নে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ঘরের মাধ্যমে এই কর্ণার উদ্বোধন করা হয়।