• নরসিংদী
  • মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় এন.কে.এম. হাইস্কুল দল চ্যাম্পিয়ন  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৩৪ পিএম
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় এন.কে.এম. হাইস্কুল দল চ্যাম্পিয়ন  

হলধর দাস :  নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী চূড়ান্ত পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় এন.কে.এম. হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন  হওয়ার গৌরব অর্জন করেছে।  রানার আপ হয়েছে ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ দল। তৃতীয় স্থান অধিকার করেছে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ দল। 

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযেগিতার চূড়ান্ত পর্ব বুধবার(২৬ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বই মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সহকারী পরিচালক মশিউর রহমান। 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মনজিল এ মিল্লাত ও পারভীন বেগম। 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত সকল সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। বিচারক হিসেবে ছিলেন প্রভাষক এ এস এম শাহিদুল হাসান,প্রভাষক মঈনুল ইসলাম মিরু ও কলামিস্ট সরকার সগীর আহমেদ। 

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে মাধ্যমিক পর্যায়ের মোট ১২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা হয়। 

বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় তিনটি ছিলো, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করে, আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ, মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ