• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলার এসএসসি ব্যাচ২০০০ 'র নৌকা ভ্রমণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:১৯ পিএম
নরসিংদী জেলার এসএসসি ব্যাচ২০০০ 'র নৌকা ভ্রমণ

আবুল কাশেম: “এসো মিলি প্রাণের স্পন্দনে,কাটুক সময় আত্মার বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে স্কুল জীবনের সেই পুরোনো বন্ধুদের সাথে যেন মিলন মেলায় মেতেছে নরসিংদীর আন্তঃজেলার এসএসসি ব্যাচ ২০০০’র বন্ধুরা।

শনিবার ১লা জুলাই  পার্শ্ববর্তী জেলা  ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার স্বপ্ন দ্বীপের  বিনোদন কেন্দ্রে  দীর্ঘ ২৩ বছর পর ফেলে আসা অতীতের সেই বন্ধুদের সাথে মিলন মেলায় বসে এসএসসি ব্যাচ ২০০০’র বন্ধুরা। সেই ফেলে আসা অতীতের বন্ধুদের কাছে পেয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কেটে যায় এসএসসি ব্যাচ ২০০০’র বন্ধুদের সারাটা দিন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষার তাগিদে গ্রুপের এডমিনদ্বয়।

আজকের আয়োজক কমিটির অন্যতম সদস্যরা হলেন, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, তামিম আবু বকর ,সোহাগ ভূঁইয়া, মুশিউর রহমান জাবেদ, এডভোকেট কিশোর,মসিউর রহমান সোহেল, মিজানুর রহমান, ডাক্তার সাইদুর,মডেল সুমন, হোসাউ লিটন,আবুল হোসেন ,মাওলানা ইয়াছিন আবুল কাশেম,লাকি ,জুনু প্রমুখ। এসএসসি ব্যাচ ২০০০’র বন্ধুদের গ্রুপটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল হারানো বন্ধুদের ফিরে পাওয়া, হারিয়ে যাওয়া সেই বন্ধুটিকে খুঁজে পাওয়া।

 এটা কোন রাজনৈতিক প্লাটফর্ম নয়, এটা হলো বন্ধুত্বের প্লাটফর্ম।

অনুষ্ঠানে গ্রূপের মডারেটরগণসহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন। নৌকা ভ্রমণ, মিলন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো স্বপ্নদ্বীপ  দেখা, শিশু, নারী ও পুরুষদের জন্য নানান খেলা।

রেফেল ড্র, সর্বপ্রথম এই আয়োজনে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করে যারা ফি প্রদান করে এর মধ্যে পাঁচ জনকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজনের শেষ পর্যায় বিকেলে নৌকার মধ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশন করেন এস এসব সি ২০০০ ব্যাচের বন্ধুরা।

জাগোনরসিংদী টুয়েন্টিফোরডটকম/প্রতিনিধি 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ