
হলধর দাস : নরসিংদীতে ইউপি মেম্বার ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আমির হোসেন সরকার (৩০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
মঙ্গলবার দুপুরে আলোকবালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটেছে । নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন । নিহত আমির হোসেন মেম্বারের পিতার নাম। আব্দুল হক সরকার। সে দুই মাস বয়সী এক কন্যা সন্তানের জনক ছিলেন ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আমির হোসেন সরকার ছাত্রজীবনে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
গত ইউপি নির্বাচনে তিনি আলোকবালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন। গত ৫ই আগষ্টের পর থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করতে থাকেন।
গত সোমবার তার বড় ভাই প্রবাস থেকে বাড়িতে আসেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আমির হোসেন সরকার তার বড় ভাইকে দেখতে বাড়িতে যায়। আমির হোসেনের বাড়িতে আসার বিষয়টি প্রতিপক্ষের সন্ত্রাসী দুবৃর্ত্তরা জানতে পারে। দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে দাঁড়ালো অস্ত্র নিয়ে মঙ্গলবার প্রকাশ্যে দিন-দুপুরে আমির হোসেনের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করে। তারা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে বীরত্বের সাথে চলে যায়।
স্বজনরা আহত মোঃ আমির হোসেন সরকারকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, আলোকবালী উত্তর পাড়ায় গন্ডগোল হয়েছে জানতে পেরে ওসি(তদন্ত) সামিউল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেছেন। মৃত্যুর বিষয়টি আমি পরে হাসপাতালের মাধ্যমে জানতে পেরেছি।