• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরের ব্রাইট স্কুলে শীতকালীন সবজি মেলা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৭ এএম
শিবপুরের ব্রাইট স্কুলে শীতকালীন সবজি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ শাক-সবজি চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে দিনব্যাপী শীতকালীন সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বনামধন্য ব্রাইট স্কুলে এ মেলা অনুষ্ঠিত হয়। এসময় মেলায় উপস্থিত ছিলেন ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক মো.  আরিফুর রহমান, জেলা প্রশাসক, নরসিংদী (রাজস্ব) তে কর্মরত ও ব্রাইট স্কুলের সাবেক শিক্ষক জনাব মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও প্লে-নার্সারী শ্রেণিতে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। 

জানা যায়, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ মেলা চলে। মেলায় প্রায় ৩৫ জাতের সবজির প্রদর্শনী হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান সকালে এ মেলার উদ্বোধন করেন। পরে  তিনি ব্রাইট স্কুলের ছোট ছোট সোনামণিদেরকে শীতকালীন শাক-সবজির সাথে পরিচয় করিয়ে দিতে, শাক-সবজির গুণাগুণ সম্পর্কে  জানাতে এবং শাক-সবজি খেতে আগ্রহী করতে শাক-সবজি প্রদর্শন করেন। 

বিদ্যালয় প্রাঙ্গনে টেবিলে বিভিন্ন জাতের শাক-সবজির পসরা সাজানো হয়। এসব শাক-সবজির মধ্যে ছিল আলু, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ক্যাপসিকাম, ডাটা শাক, পুঁইশাক, লালশাক, শালগম, শসা, মিষ্টি কুমড়া, চালকুমড়া, ক্ষীরাই, মটরশুঁটি, কচু শাক, পালং শাক, মুলা, মুলা শাক, পেঁয়াজ কলি, গাজর সহ বিভিন্ন জাতের শাক-সবজি। 

দুপুরে মেলা পরিদর্শন করতে আসেন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা জনাব, শারমিন আখতার। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পুষ্টির চাহিদা মেটাতে বেশি করে শাক-সবজি খেতে উৎসাহ দেন। 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আরিফুর রহমান বলেন, প্লে-২য় শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের শাক-সবজির সাথে পরিচয় করিয়ে দিতে এবং বেশি করে শাক-সবজি খেতে আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন। শাক-সবজির সাথে বাংলা ও ইংরেজিতে লেখা নেইম প্লেট থাকায় একদিকে এরা যেমন শাক-সবজির নাম জানতে পারবে সেই সাথে ইংরেজি ভোকাবিওলারি সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এছাড়াও শাক-সবজিতে থাকা উদ্ভিজ্জ আমিষ ক্লোরেস্টরলমুক্ত যা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ সংক্রান্ত ঝুঁকি কমায়। তাই এখন থেকে প্রতিবছরই এ ধরনের মেলার আয়োজন করার সিদ্ধান্ত নিলাম।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ