আসাদ সরকার: ঐতিহ্যবাহী নরসিংদী মডেল কলেজের নবীবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ২০২৩ সালের ছাত্রছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহা পরিচালক মুহাম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসলাম সানী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী রেক্টর নরসিংদী মডেল কলেজ ও সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ।
আরও বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের পরিচালক মোঃ জাকারিয়া প্রধান, পরিচালক মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক মইনুল ইসলাম মিরু প্রমুখ।
জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম