• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের স্বীকৃতি লাভে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫২ পিএম
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের স্বীকৃতি লাভে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্ট: সত্য,  সুন্দর ও সৃজনশীলতায় ঋদ্ধ হবার দৃঢ অঙ্গীকার এই প্রতিপাদ্যে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে স্বীকৃতি লাভ করায় এই  আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজের গর্ভনিং বডির সভাপতি মনজুর এলাহী।  এসময় আরো উপস্থিত ছিলেন,  আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক  তোফাজ্জল হোসেন, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সহ প্রমুখ।

অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কলেজের বড় ভাই-বোনের কৃতিত্ব পূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। এসময় এইচএসসি পাশকৃত শিক্ষার্থীরা এই গৌরবপূর্ণ ফলাফলের পিছনে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের ভূমিকা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তারা বলেন, কলেজটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে তার আলো ছড়ানো শুরু করেছে। শিক্ষকদের কঠোর পরিশ্রমের প্রতিদান শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে দিচ্ছেন। শিক্ষার্থীরা জিপিএ ৫ ছাড়া এখানে ভর্তি হয়ে জিপিএ ৫ নিয়ে বের হচ্ছে। এবার ৪৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।  এজন্য কলেজটি ঢাকা বোর্ডে স্বীকৃতি লাভ করেছে। আমরা আশা করবো কলেজটি ভালো ফলাফলের মাধ্যমে দেশসেরা কলেজের স্বীকৃতি অর্জন করবে।

পরে দেশ, জাতি ও শিক্ষক -শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ