স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ৫ অক্টোবর নরসিংদী রেলওয়ে স্টেশন রোডস্থ শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
জেলা শিক্ষক নেতা আলতাফ হোসেন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ ও কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার দেবনাথ।
নরসিংদী জেলা শখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পাঠান, প্রচার সম্পাদক সাংবাদিক হলধর দাস, অর্থ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক তপন কুমার সাহা, জেলা শাখার যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম ও দেবব্রত সাহা, প্রধান শিক্ষক যথাক্রমে মাসুদ রানা, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আলী মোবারক সরকার,সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য,পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদরের যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।