নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক এবং ততৃীয় প্রান্তিক চূড়ান্ত মূল্যায়ন-২০২২ এর ফলাফল প্রকাশ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সামসুল আলম ভূঁইয়া রাখিল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরউদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রকিব হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মাসুদুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মো. জাকির হোসেন।