হলধর দাস: স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোঃ আবুল ফজল মীর বাদল বলেছেন, লেখাপড়ায় জিপিএ-৫ পেলেই চলবেনা, ভাল মানুষ হতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য কিছু করতে হবে। আমাদের ছাত্র জীবনে আমরা কতটুকু স্বপ্ন পেয়েছি জানিনা, তবে আজকে যারা ছাত্র তাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছেন এবং বাস্তবায়ন করছেন বর্তমান সরকার। আগামীতেও তাদের জন্য সুন্দর স্বপ্ন রয়েছে। ২১৪১ সালে স্বপ্নের বাংলাদেশ ভোগ করবে আজকের শিক্ষার্থীরা। তবে তাদেরকে সেভাবেই গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আবেদন রইলো। আজকের ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমাদের ছাত্রজীবনে আমরা পাইনি। কোনো একটা তথ্য জানতে অনেকগুলো বই ঘাঁটতে হয়েছে। কিন্তু তোমরা আজকের শিক্ষার্থীরা গুগলে সার্স দিলেই সকল তথ্য মুহূর্তের মধ্যে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যা পড়াচ্ছে তা ঘরে বসে থেকে পাচ্ছ। তিনি শনিবার (৩ জানুয়ারি) শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুরের সাংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কোরপোরেশনের (ডিএস) সচিব আলমগীর হুছাইন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একাডেমির প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী, জিএমসি ইন্টারন্যাশনালের পরিচালক শওকত হোসেন ভূইয়া, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, একাডেমির পরিচালক বিলকীস আক্তার প্রমুখ।
একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান বশিরুল ইসলাম।
আলোচনা শেষে বিশিষ্ট আবৃত্তিকার নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে একাডেমীর শিক্ষার্থীরা।