• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৩০ পিএম
পলাশে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত 

নাসিম আজাদ:‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল গুলো ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার,উপজেলা একাডেমিক  সুপার ভাইজার নাছরিন আক্তার, পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহাদাৎ হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্ভাবিত টেবিল ল্যাম্প,
ড্রোন,কম্পিউটার, রোবট, মাইক্রোস্কোপ,অনু বিচক্ষণ যন্ত্র সহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি শিক্ষার্থীদের চেনার জন্য আম, লটকন, আনারস সহ বিভিন্ন দেশীয় ফলের স্টল গুলো ছিল চোখে পড়ার মতো। 

বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী মাহিন বলেন, টেবিল ল্যাম্পটি তৈরি করেছি, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই ল্যাম্প দিয়ে পড়াশোনা করতে পারি।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শান্তি সরকার বলেন, যেসব জায়গায় আমরা পৌছাতে না পারবো এর মাধ্যমে ছবিসহ তথ্য উপাত্ত পেয়ে যাবো। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার বলেন, ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে।পর্যায়ক্রমে চলবে ১৯ জুলাই পর্যন্ত। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম বলেন, শিক্ষার্থীদের  নতুন নতুন উদ্ভাবন আমাকে আসার সঞ্চার ঘটেছে। এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে। 

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ