স্টাফ রিপোর্টার: মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী নোয়াকান্দি হাজী আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান নরসিংদী জেলা শিক্ষা অফিসার(মাধ্যমিক) গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ।
মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি সভাপতি আনিসুর রহমান মানিক। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল বাতেন, একাডেমিক সুপারভাইজার মোঃ জলিল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।
আলোচনা সভার আগে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল "মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। " বিতর্কে বিপক্ষের নোয়াকান্দী উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। পক্ষদল ছিল তারাকান্দী উচ্চ বিদ্যালয় দল। উভয় দলের 2 জন শিক্ষার্থীকে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্ধারণ করা হয়।
এরা হলো বিপক্ষ দলের দলনেতা স্নেহা দাস এবং পক্ষ দলের দলনেতা সুরাইয়া বেগম। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।