• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পিতার মৃত্যু শোককে জয় করে জিপিএ-৫ পেয়েছেন রাকিব 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫৯ পিএম
পিতার মৃত্যু শোককে জয় করে জিপিএ-৫ পেয়েছেন রাকিব 
রাকিব। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার মাঝে পিতার মৃত্যু শোককে জয় করে জিপিএ-৫ পেয়েছে  নরসিংদী'র ঐতিহ্য সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান' আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ' এর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী  রাকিব আহমেদ। 

এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে রসায়ন পরীক্ষার আগের দিন গত ৫ নভেম্বর রাকিবের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।

পিতাকে নিয়ে ঢাকায় দিনব্যাপী হাসপাতালে অবস্থানের পর রাতে মৃত্যু বরণ করেন (ইন্নালি----রাজেউন)।

গভীর রাতের পরও পরীক্ষার দিন সকাল পর্যন্ত নামাজে যানাজাসহ দাফনকার্য অনুষ্ঠানের যাবতীয় কাজ সম্পন্ন করে ৬ নভেম্বর রসায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে রাকিব।

পিতার মৃত্যু শোক মাথায় নিয়ে কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান রুমী এবং অন্যান্য শিক্ষকদের উৎসাহ উদ্দীপনায় মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে বাকী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে রাকিব। 

রাকিব এ প্রতিনিধিকে জানায়, পরিবারে মাতা মিনু বেগম ও  ৩য় শ্রেণিতে পড়ুয়া ছোট্ট বোন রয়েছে।

রাকিব প্রকৌশলী হয়ে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি নিজেকে দেশের উন্নয়নে নিয়োজিত করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

রাকিবের মাতা মিনু বেগম বলেন, রাকিবের পরীক্ষা চলাকালীন তার বাবার মৃত্যুতে হতাশ ছিলাম ছেলেকে নিয়ে। কিছু সিটি কলেজের প্রিন্সিপাল স্যার ও অন্যান্য স্যারদের নিয়ে আমার দুর্গম চরাঞ্চলীয় নিলক্ষা গ্রামের বাড়িতে এসে রাতভর অবস্থান করে আমাকে,আমার ছেলেকে শান্তনা দেন। আমি স্যারদের অবদানকে স্যালুট জানাই। কারণ, পরীক্ষায় ভাল ফলাফল পাওয়ার ক্ষেত্রে স্যারদের অবদান ছিল অতুলনীয়। 

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ