• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং'র নবীনবরণ ও বিদায়


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩৪ পিএম
নরসিংদীর অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং'র নবীনবরণ ও বিদায়

স্টাফ রিপোর্টার: নরসিংদীর অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১২তম ব্যাচের নবীন বরণ ও ৯ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে এ নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির  পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার। 

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. এনামুল হোসাইন'র সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অহিদ সরকার, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও আইডিইবি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মুশফিকুর রহমান খান আঙ্গুর, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট'র ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান, বাংলাদেশ তাঁত বোর্ড নরসিংদীর অধ্যক্ষ গোলজার হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন ও নারায়নগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম।

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের শুরুতেই
অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের ছাত্র সারওয়ার হোসেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তাপসী রানী দে এবং বক্তব্য ইসরাত জাহান সুমাইয়া।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ