নিজস্ব প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের আলোকবালী ফুলকলি একাডেমির সেমিস্টার ভিত্তিক বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (সোমবার) সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর একটায় অনুষ্টানটি শেষ হয়।
অভিভাবক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী এ এম সি হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
উদ্বোধক ছিলেন শিক্ষানুবিস আইনজীবী আরিফুল হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা মাল্টিপারপাস লি:এর পরিচালক আবু রায়হান।
ফুলকলি একাডেমির প্রধান শিক্ষক কাউছার মিয়া, পরিচালক হুমায়ূন কবির, দৈনিক স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি আবুল কাশেম, কাউসার আলম,সাটির পাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম ,আব্দুল মান্নান মাষ্টার,শুক্কূর আলী মাষ্টার,সাকিবুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সেমিস্টার ভিত্তিক বার্ষিক ফলাফলে মেধাবীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
একশম