হলধর দাস: বর্তমান শিক্ষা কারিকুলামে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্য বিষয়ের ওপর নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক এলাকায় প্রতিষ্ঠিত 'তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি'তে অভিজ্ঞ মাস্টার ট্রেইনার দ্বারা শিক্ষকদের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার(৭ এপ্রিল) বিকেলে সম্পন্ন হয়েছে।
'প্রতিযোগিতামূলক বা আনুষ্ঠানিক শিক্ষার্থী মূল্যায়ন নয়, শিক্ষার্থীর মূল্যায়ন হবে অনানুষ্ঠানিক সহযোগিতামূলক" এই বিষয়কে সামনে রেখে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক ছিলেন ঢাকা আইসিটি ডিভিশনের "দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে " বিষয়ক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ কবীর হোসেন ;
ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মো: রোকনোজ্জামান শিকদার এবং ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মির্জা মোহাম্মদ দিদারুল আনাম।
এসময় একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম, একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি'র ২৯জন শিক্ষক অংশগ্রহণ করেন।