হলধর দাস: স্বনামধন্য কোচিং সেন্টার "রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তি কোচিং"- এ নরসিংদী শাখায় শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল ১৩ জুন, রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর শাহ, সাবেক সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, রেটিনা কোচিং এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ডা. মো: শরাফত করিম মিরাজ, জেনারেল ম্যানেজার মো: জামাল উদ্দিন, এডমিন মো: জুলফিকার আলী, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, স্কলাস্টিকা মডেল কলেজের অধ্যক্ষ সাহিদুল বাহার খান, নরসিংদী আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, নরসিংদী প্রেসিডেন্সী কলেজের অধ্যক্ষ আহমদুর রহমান, সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, পাবলিক কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের সিনিয়র শিক্ষক সোহরাব হোসাইন, নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষক নাজমুল আলম সোহাগ।
মতবিনিময় সভায় রেটিনা কোচিং- এর ডিএমডি ডা. মো: শরাফত করিম মিরাজ বলেন, রেটিনা মেডিকেল ও ডেন্টাল ভর্তি কোচিং সবসময় ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করে। তুমি যদি চাও সরকারি মেডিকেল কলেজে একটি সীট তোমার হোক, তোমার প্রয়োজন হলো এই স্বল্প সময়ের মধ্যেই তা সম্ভব।
রেটিনা তার ৪২ বছর যাবৎ এ কাজটিই সুচারুপে সম্পন্ন করে এসছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বর্তমান শিক্ষাবর্ষেও সারাদেশে ৩৩০৩ জন শিক্ষার্থীর সফলতা নিঃসন্দেহে তারই প্রমাণ। আমাদের এ অসাধারণ অর্জন আমাদেরকে আরো বেশি ভালো করতে প্রতিনিয়ত উৎসাহ যোগায়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছাত্র-ছাত্রীদের বলবেন যে, তোমার আগামীর পথচলায় তুমি নির্দ্বিধায় রেটিনা কে সঙ্গী করতে পারো।