স্টাফ রিপোর্টার: শিবপুরের ঐতিহ্য সৃষ্টিশীল শিক্ষা প্রতিষ্ঠান তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র এস.এস.সি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার(১৬ জুন)একাডেমি প্রাঙ্গনে সহযোগী অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান,ফরহাদ মিয়া, একাডেমির ম্যানেজিং কমিটির সহসভাপতি বিলকিস আক্তার,আবুল কালাম,জেলা স্কাউট সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ।
এবছর তালেব হোসেন একাডেমি থেকে ৩য় বারের মত ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৮ জন বিজ্ঞান শাখায় এবং মানবিক শাখায় ১২ জন। অতীতে পর পর দুইবার শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।