• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম
বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা 

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন শ্রদ্ধাভাজন শিক্ষকদের বিভিন্নভাবে অপদস্ত করা হচ্ছে, তখন রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ঐতিহ্য সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের(অবসরপ্রাপ্ত) এবং বিদ্যালয়ে বর্তমানে কর্মরত সকল শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করেছেন। 

দেশের বিভিন্নস্থানে কর্মরত এবং মালদ্বীপ সহ বিভিন্ন দেশে কর্মরত বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের  এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ-উপলক্ষ্যে যার যার কর্মস্থল থেকে ছুটি চলে আসেন এবং অনুষ্ঠানের আয়োজন করেন। 
গত শনিবার(১৬ নভেম্বর -২০২৪) বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুরে মনোরম স্থানে প্রতিষ্ঠিত "স্বপ্নদ্বীপ পার্ক"-এ আনন্দঘন পরিবেশে শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের পরম শ্রদ্ধাভাজন শিক্ষকদের  প্রথমে  ফুলের মালা দিয়ে বরণ করেন । পরে তাদের স্মৃতি স্মরণে রাখতে স্মারক উপহার প্রদান করেন। এছাড়াও ছিল নৌভ্রমন।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শ্রদ্ধাভাজন শিক্ষকগণের ছিলেন স্কাউট শিক্ষক  আহমেদুল কবির এরশাদ(২০১৫ সালে অবসরগ্রহন), ইংরেজি বিষয়ের  শিক্ষক মো: আব্দুস সালাম(২০১৭ সালে অবসরগ্রহন),সমাজ বিজ্ঞান বিষয়ের  শিক্ষক মো: আমজাদ হোসেন (২০২১ সালে অবসরগ্রহন),বাংলা বিষয়ের শিক্ষক হলধর দাস(২০২১ সালে অবসরগ্রহন) এবং ধর্মীয় শিক্ষক মৌলভী আব্দুল মোমেন(২০২৩ সালে অবসরগ্রহন)। 
অতিথি শিক্ষক ছিলেন নরসিংদী আইডিয়াল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত। 
বর্তমানে কর্মরত শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষা মোহাম্মদ আলী ইমাম,সিনিয়র শিক্ষক রোলিনা আক্তার, মো: আমীর হোসেন, মো: আরমান ভূঞা, তাহমিনা সুলতানা, খাদিজা আক্তার, জেসমিন আক্তার, শামিমা আক্তার, মাহবুব আলম, মো: অবায়দুল্লাহ, হেপী রানী সাহা, নূর মোহাম্মদ, মো: ওয়াহিদুজ্জামান, অজয় কুমার সাহা,মো: শহীদুল ইসলাম, রীমা আক্তার, ঋতু আক্তার ও হাবিবুর রহমান। 
আয়োজক এসএসসি -২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সুমন ভূঞা, মশিউর রহমান, আল আমিন কবির বাবু, মালদ্বীপ প্রবাসী মাসুদ মিয়া, রহমত উল্লাহ, শুক্কুর আলী, সামিয়া আক্তার, সাবিনা ইয়াসমিন,সাফিয়া আক্তার, কাউছার মিয়া, আইয়ুব মিয়া, নোয়াব মিয়া, আল আমিন, আলাউদ্দিন মিয়া,সোহাগ মিয়া, সজিব মিয়া,আল আমিন(২), মোজাম্মেল হক প্রমুখ। 

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ