স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর ) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাসেদ হোসেন চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ফারজানা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু নঈম মোহাম্মদ জাহাঙ্গীর, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) মাহমুদা জাহান, সহকারী কমিশনার (গোপনীয় ও রেকর্ড রুম শাখা) এ এইচ এম আজিমুল হক ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ক্লিনিক্যাল থেরাপিষ্ট ডা. আবদুল্লাহ আল রাসেদ।
এ সময় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ রাসেদ হোসেন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের লাল গোলাপে অভিবাদন জানান এবং তাদের হাতে বিশেষ উপহার ও চকলেট তুলে দেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোক গান, কবিতা ও কেরাত উপভোগ করেন।
কোমলমতি এই সকল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের পরিবেশনায় অভিভূত হন এবং তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ আমি এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় সত্যিই মুগ্ধ। তাদের মধ্যে প্রতিভা রয়েছে। আর তাদের এই বিশেষ প্রতিভারকে কাজে লাগিয়ে মানব সম্পদে গড়ে তুলতে হবে। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা অনেকেই স্বাভাবিক জীবনে চলে আসছে।
ক্লাস পার্টি অনুষ্ঠানটি পরিচালনা করেন, নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। অপরদিকে বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।