• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২৮ পিএম
নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসকল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমীরুল হক শামীম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন, নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার নবকণ্ঠের বিশেষ প্রতিনিধি শান্ত বণিক ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. সানাউল্লাহ মিয়া।

বই উৎসবে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নতুন বই হাতে পেয়ে এ সকল ও আর্টিস্টিক শিক্ষার্থীদের খুশি যেন ধরে না। তারা আনন্দে আত্মহারা হয়ে কি করবে না করবে বুঝে উঠতে পারছিলনা। নিজের সন্তানদের এমন অবস্থায় অনেক অভিভাবককে মনের অজান্তেই অশ্রু ঝরাতে দেখা গেছে।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ