• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

কাঠাঁলিয়ায় প্রবাসীর বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ পিএম
কাঠাঁলিয়ায় প্রবাসীর বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ 

মকবুল হোসেন : নরসিংদী জেলার কাঠাঁলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামে বিরুদ্ধে মালয়েশিয়া প্রবাসী জামানের বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, তার মা ও ছোটভাইয়ের স্ত্রীকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রবাসীর ছোটভাই মো. আমানুল্লাহ বাদী হয়ে মোঃ সিরাজুল ইসলাম তার ছেলে আলম, রাসেল, মেয়ে পারুল ও  দিগন্ত সহ ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনানা ১০/১৫ জনের বিরুদ্ধে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

মাধবদী থানার এএসআই সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল প্রবাসীর ছোটভাইয়ের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসী ও অভিযোগকারীদের দেওয়া তথ্যানুযায়ী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি । 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, প্রবাসী জামানের পিতা মৃত নুরুল ইসলাম ও তার চাচা সিরাজুল ইসলাম উভয়ে সোলেনামা দলিলের মাধ্যমে যার যার প্রাপ্য অংশ বুঝে নিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে প্রত্যেকের জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু নুরুল ইসলাম মারা যাওয়ার পর সিরাজুল ইসলাম তার ভাতিজাদের কাছে জমি দাবি করে দলীয় প্রভাব খাটিয়ে একাধিকবার তাদের বাড়িঘরে হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাট করে। এরই অংশ হিসাবে গতকালও তারা দলবল নিয়ে  বাড়িঘর ভাংচুর, মারধর, লুটপাট  ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

ঘটনাটি তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা।

এদিকে অভিযুক্ত সিরাজুল ইসলামের ছেলে আলম হামলা ও ভাংচুরের ঘটনা স্বীকার করে বলেন, আমার চাচা আমার পিতাকে সহজসরল পেয়ে তুলনামূলকভাবে কমদামী ও ভেজাল জমিগুলো আমাদেরকে দিয়ে দামী জমিগুলো নিজের দখলে রাখে।

তাছাড়া ছোলেনামা দলিল মূলে যে পরিমাণ জমি আনার পিতার নামে উল্লেখ করা হয়েছে সে পরিমান জমি আমাদেরকে বুঝিয়ে না দিয়ে তিনি অন্যত্র বিক্রি করে ফেলেন। বর্তমানে নির্মানাধীন যে বাড়িটি ভাংচুর করা হয়েছে সেখানে তারা ১৫ শতাংশ জমি পাবে বলে দাবি করেন তিনি।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ