• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম
শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার 

স্টাফরিপোর্ট: নরসিংদীর শিবপুরে নিখোঁজ হওয়ার পরদিন কবির আহমেদ (৩৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন সেতুর পাশে মরদেহটি উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। কবির আহমেদ শিবপুর বাজারের সদর রোডের একটি মার্কেটের কাপড় ব্যবসায়ী ও জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। সে খুবই নিরীহ প্রকৃতির মানুষ ছিল বলে এলাকাবাসী জানায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতে কবির আহমেদ বাড়িতে ফেরেনি। আজ সকালে ধনাইয়া নতুন সেতুর পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।

গতকাল রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ব্রিজের পাশে লাশ ফেলে রাখে বলে ধারণা স্থানীয়দের।এদিকে এই হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।এ ঘটনার পর শিবপুর বাজারের কাপড় ব্যবসায়ীরা সব দোকান বন্ধ করে দেন। হত্যার প্রতিবাদে ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, 'কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ