হলধর দাস : নরসিংদীতে ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) সকালে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আনন্দঘন পরিবেশে বই বিতরণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন রানা'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জাহান দিলরুবা । এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিজুল হক সহ সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক ড. বদিউল আলম উপস্থিত সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি সেই শিশুদের হাতে ছোট্ট মনিদের হাতে নতুন বই তুলে দিতে পারছি, যারা আগামী দিনে এদেশকে আর সুন্দরভাবে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা যখন পড়ালেখা করেছি তখন কিন্তু পুরাতন বই নিয়ে লেখাপড়া করেছি। আমাদের বড় আপু বা বড় ভাই উপরের শ্রেণিতে উঠে যাবার পর তাদের রেখে যাওয়া বই নিয়ে পড়াশুনা করেছি। পুরাতন বই কিনেও পড়েছি। আজকের দিনে তোমরা যে রকম চকচকে ঝকঝকে বই পাচ্ছ আমরা কিন্তু আমাদের সময়ে এমন বই পাইনি।
এদিক থেকে তোমরা অনেক সৌভাগ্যবান। আমরা যখন নতুন বই কিনতাম, সেই বইয়ে কিন্তু কলম দিয়ে দাগ দিতাম না, বইয়ের পাতা কখনো ভাজ করতাম না। বিশেষ কোন দাগ দেয়ার প্রয়োজন হলে, অল্প করে পেন্সিল দিয়ে দাগ দিতাম। আবার ইরেজার দিয়ে সহজে মুছে ফেলতে পারতাম। আমাদের সময় নতুন বই কেনার আনন্দটা ছিল ঈদের নতুন জামা পরার মত। কারো কাছে নতুন বই থাকলে তখন অন্যরা ভাবতো যেন হিরে মুক্তা মনি মানিক্যে মতো। আজকে তোমরা খুবই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে সকল বই নতুন পাচ্ছ বিনামূল্যে। এটি আমাদের বাংলাদেশের জন্য, এই ছোট্ট দেশটির জন্য অনেক বড় অনন্য অসাধারণ একটি অর্জন। প্রায় চার কোটি নতুন বই ছাপিয়ে বছরের প্রথম দিন সকল শিশু শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়। সরকারের এ কাজে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,আপনারা আপনাদের শিশুদের শুধু লেখাপড়ায় আটকে রাখবেন না। তাদেরকে ছেড়ে দিবেন শারীরিক সুস্থতার জন্য। সাংস্কৃতিক কর্মকাণ্ড গান,নৃত্য,আবৃতি,চিত্রাংকন ইত্যাদিতে যেন তারা অংশগ্রহণ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করছি ক্রীড়াঙ্গনকে সকল খেলার মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য। যতগুলো মাঠ আছে সেগুলো আমরা কাজে লাগাবো। আমরা খেলার মাঠগুলোতে প্রতিযোগিতার আয়োজন করবো। আপনাদের ছেলেমেয়েদের খেলাধুলার দিকে উৎসাহিত করবেন।
স্বাগত বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, ২০১০ সাল থেকে সরকারীভাবে আমরা বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছি। এটা আমাদের জন্য এবং দেশের জন্য গৌরবের বিষয়। এ বছর আমরা নরসিংদী জেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১৩ লক্ষ বই বিতরণ করছি। বরাদ্দকৃত সকল বই আমাদের হাতে পৌঁছে গেছে।
নরসিংদী আইডিয়াল হাই স্কুলে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার খাদিজা তুল কুবরা ও নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য,সাবেক সিনিয়র শিক্ষক হলধর দাস।
এছাড়া, জেলার ছয়টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
শিবপুরের কামারটেক তালেব হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশির।
এবছর প্রাথমিক পর্যায়ে জেলায় প্রায় ১২লক্ষ ৭৪ হাজার ২০৮ টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৮ লক্ষ ৪ হাজার ৩৭১টি বই বিতরণের কথা রয়েছে।