হলধর দাস: তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি শিবপুরের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। কারণ, এলাকার মানুষের সন্তানদের শিক্ষার মান উন্নয়নে এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানের তুলনা হয় না।
শনিবার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি'র বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবুল ফজল মীর বাদল।
একাডেমির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (ডিএস)সচিব আলমগীর হুছাইন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র পরিচালক বিলকিস আক্তার।
একাডেমি'র ম্যানেজিং কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম। বিশিষ্ট আবৃত্তিকার মোঃ মোতাহার হোসেন অনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন ।
বিশেষ অতিথির ভাষণে সচিব আলমগীর হুছাইন বলেন, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ক্ষতি কেউ করতে পারবেন না।
কেউ ডিস্টাব করলে আমাকে জানাবেন। দুষ্ট লোকের লম্বা হাত আমি খাটো করতে পারি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, দেখেছি। এর মধ্যে আমার কাছে সবচাইতে ভাল পরিবেশ রয়েছে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির। এর জন্য সকল রকমের সহযোগিতা আমি করব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু চাকুরির আশায় লেখাপড়া করলে চলবে না। অন্য কিছু করতে হবে। অন্য কিছুতেও তো অবদান রাখা যায়।
বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আলী প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার হাত দিয়ে নরসিংদীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে এটা আমরা আশা করি।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।