হলধর দাস: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নরসিংদীতে ২য় ধাপে মঙ্গলবার (১৮ জুলাই) মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ৯ম ও ১০ম শ্রেণি'র মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে ।
বাংলাদেশ শিশু একাডেমি'র নরসিংদী মিলনায়তনে আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 'র জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন।
ট্যাব বিতরণপূর্ব আলোচনানুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, কম সময়ে কম খরচে দ্রুততার সাথে কার্য সম্পাদন করার নামই ডিজিটাল ব্যবস্থা। প্রধানমন্ত্রী ২০০৮ সালে প্রথম যখন ডিজিটাল বাংলাদেশের রূপকল্প তুলে ধরেন,তখন অনেকেই ঠাট্টা মস্কারা করেছিল।
এখন তারাও ২০২১ সাল থেকে ডিজিটাল ব্যবস্থার সুবিধাদি ভোগ করছেন। আগে পরীক্ষার রেজাল্ট জানতে সারাদিন স্কুলের বোর্ডের সামনে অপেক্ষা করতে হতো। আর এখন ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ফলাফল জানা যাচ্ছে। ভর্তির আবেদন করার জন্যও এখন দূরদূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি যেতে হয় না। ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে আবেদন করার সুযোগ হয়েছে।
আগামী ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করবো। সেই জন্য প্রথমে চাই স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হচ্ছে। আপনারা এর যথাযথ ব্যবহার করবেন।
জনশুমারি ও গৃহগণনা- ২০২১ প্রকল্পের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট পিসি বিতরণ শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান কাওসার।
আবৃতি শিল্পী মোঃ আলতাফ হোসেন রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে ১০টি মাদ্রাসার ১০৪ জন এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৫৭ টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।