হলধর দাস: দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গণ-সচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর এর উপপরিচালক বায়েজিদুর রহমান খান।
দুদকের সাবেক পরিচালক বেলাবো উপজেলা শাখা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী'র সভাপতিত্বে 'বেলাবো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ' মিলনায়তনে রবিবার
অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা গাজীপুর এর সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন, জেলা কমিটির সিনিয়র সদস্য হলধর দাস ও বেলাবো উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর।
বিতর্ক প্রতিযোগিতার তিনটি বিষয়ের মধ্যে ছিল-"দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে", "দেশপ্রেম ও স্বাধীনতায় চেতনাবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে" এবং " অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ"।
প্রধান অতিথির ভাষণে উপপরিচালক বায়েজিদুর রহমান খান বলেন, যে স্বপ্ন নিয়ে ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা বাস্তবায়ন হয়নি। ক্ষুধা মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আজকের শিক্ষার্থী, তোমরা একেকজন আগামীদিনের এক একটা বাংলাদেশ। আমরা তোমাদের মাধ্যমে আগামীদিনে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
উপজেলা প্রতিরোধ কমিটির সদস্য জাহানুল হক বাবুল ও সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বেলাবো উপজেলা কমিটির সহসভাপতি রাবেয়া খাতুন শান্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম,সদস্য যথাক্রমে মোহাম্মদ আলী বিপ্লব,শেখ আব্দুল জলিল,মোসলেহ উদ্দি প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে নারায়নপুর সরাফত আলী উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পোড়াদিয়া উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের ঈশিতা চৌধুরী।
শেষে অতিথিবৃন্দ বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।