• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে নরসিংদীতে মানববন্ধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩৫ পিএম
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে নরসিংদীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার(১৩ জুন)  নরসিংদীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

জেলা শিক্ষক সমিতির উদ্যোগে নরসিংদী পৌরসভার সামনের সড়কে বিকাল ৪টা থেকে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির অন্যতম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। 

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সরকার বার বার অঙ্গীকার করেও বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের ন্যয় সংগত দাবী পূরণ করছে না। শতকরা ৯৯ ভাগ শিক্ষক বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা বিস্তারের মাধ্যমে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু সরকার এই শিক্ষকদের ন্যায় সংগত দাবী পূরণ করছে না । দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১১ জুলাই থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য বেসরকারী মাধ্যমিক শিক্ষকগণ অবস্থান ধর্মঘট পালন করবে বলে জানান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

জেলা শিক্ষক নেতা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা রঞ্জিত দেবনাথ, জেলা প্রচার সম্পাদক হলধর দাস, জেলা নেতা দেবপ্রসাদ সাহা, সদরের সম্পাদক তপন কুমার আচার্য, সদরের সভাপতি হারুন অর রশিদ শাহ ফকির, আলী মোবারক, রাশেদুল হক, দিলীপ সাহা, মিজানুর রহমান, শামীমা আফরোজ প্রমুখ। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ