হলধর দাস: নরসিংদীর শিবপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালেব হোসেন মেমোরিয়াল একাডেমী’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান রবিবার (১১ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও তালেব হোসেন মেমোরিয়ার একাডেমীর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। তোমাদের হাত দিয়েই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।
তোমাদেরকে সেভাবেই গড়ে উঠতে হবে। আর গড়ে উঠতে যত বাধা বিঘœই আসুকনা কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের বিদায় অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান বলে আমরা মনে করি। কারণ তোমরা মহাসাগরের দিকে ধাবিত হচ্ছ। জ্ঞানের মহাসাগর পাড়ি দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌছতে পারলেই তোমাদের পরিচয়ে বাংলাদেশ নতুন মাত্রা লাভ করবে।
এবছর তালেব হোসেন একাডেমি থেকে ৫৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।