শরীফ ইকবাল রাসেল : রায়শিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে লাশ হলো নরসিংদীর সোয়াইব আহমেদ রাকিব (২৭) নামে এক যুবক। গত ১৬ জুলাই ওই দেশের রাজধানী মস্কোতে তাঁর মৃত্যু হয়েছে। রাকিবের লাশের অপেক্ষায় এখন দিন গুনছে তার পরিবার।
রাকিব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের আবুল কাশেম ও রাশিদা আক্তার রুনো দম্পতির সন্তান। মৃত্যুর খবরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন রাকিবের মা-বাবা।
রাকিবের মা রাশিদা আক্তার জানান, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় পাঠিয়েছিলাম। কিন্তু এখন সবই শেষ হয়ে গেলো। ছেলের লাশটা দেশে এনে দেখতে চাই।
রাকিবের পরিবারের সদস্যরা জানান, রাকিব বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ উত্তীর্ণ হয়ে দেড় বছর হয় উচ্চ শিক্ষার জন্য রাশিয়ায় যায়। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি নেয় রাকিব। চাকরিতে কাজ করা অবস্থায় গত ১৬ জুলাই মস্কোর একটি এলাকায় কোয়ার্টারে মশানাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দূতাবাস সূত্র থেকে পরিবারকে জানানো হয়েছে।
রাকিবের সাথে থাকা ভারতীয় দুই নাগরিকও বিষক্রিয়ায় আহত হন। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও রাকিবের পরিবারকে জানানো হয় দূতাবাস থেকে।
নিহতের ভাই রাসেল খন্দকার জানান, খবর আসে গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় কোয়ার্টারে মশানাশক স্প্রে করার সময় রাকিব বিষক্রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রাকিবের মামা আবুল বাশার খন্দকার জানান, ঘটনার পর তাঁর পরিবারের সকলেই এখন লাশের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন পরিবারটি।