শেখ মানিক: নরসিংদীর শিবপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের সাথে কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মো: রুহুল ছগীর।
এসময় উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।