স্টাফ রিপোর্টার: নরসিংদীর ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারজানা নজরুল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব সাখাওয়াত মোল্লা, দীপক কুমার সাহা, আলহাজ্ব মমিনুর রহমান, মোঃ মোজাম্মেল হক, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ জাকির হোসেন, আলমগীর মোল্লা, ছাদিকা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়ার পর প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, এবার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ থেকে ৩২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
জাগো নরসিংদী/হলধর দাস