• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি রাজু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৬ পিএম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি রাজু

স্টাফ রিপোর্টার: নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু শিক্ষকদেরকে সতর্ক করে বলেন, রায়পুরায় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক না হলে এমপিও বাতিল করা হবে।

শনিবার (২১ অক্টোবর)  বেলা ১১টায় রাজি উদ্দিন আহমেদ  রাজু অডিটরিয়ামে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি রাজি উদ্দিন আহমেদ রাজু শিক্ষকদের এ সর্তক বার্তা দেন।

এমপি রাজু বলেন,ভবিষ‍্যতে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক হবে না সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করে দেয়া হবে। এমনকি অক‍ৃতকার্য বিষয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও ও বাতিল করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষাকতাকে পেশা হিসেবে না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে সেবার মহান ব্রতে নিয়ে পাঠদান করতে হবে।শিক্ষার্থীর ভিত্ত শক্ত করে গড়ে তুলতে হবে,যেন উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারে। এছাড়াও প্রতি বছর ৫জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার যাবতীয় ব‍্যয়ভার ব‍্যক্তিগতভাবে তিনি বহন করবেন বলে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। 

সমাবেশে রায়পুরা উপজেলার প্রাথমিক, নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন। রায়পুরা উপজেলা শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত "মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে গৃহীত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয়" শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (নরসিংদী) মো. মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (নরসিংদী) মো. শহীদুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, রায়পুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন মিয়া, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউনুছ আলী ভূইয়া, সহ-সভাপতি ডা. মোগল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, সেরাজনগর এম. এ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিন, দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, গোপীনাথপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাও. মো. আলী হোসেন, শ্রীরামপুর মডেল সপ্রাবি'র প্রধান শিক্ষক মো. মোকছেদুল আলম প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, শিক্ষকতাকে পেশা হিসেবে না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে সেবার মহান ব্রতে নিয়ে পাঠদান করতে হবে।শিক্ষার্থীর ভীত শক্ত করে গড়ে তুলতে হবে,যেন উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারে। এছাড়াও প্রতি বছর ৫জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে তিনি বহন করবেন বলে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকের মর্যাদা ও অবদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাছাড়াও তিনি বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের প্রতি উদ্যাত্ব আহবান জানান। 

সকাল সাড়ে ৯টা থেকে প্রবেশপথে শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। অত:পর জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

সভার বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় বর্তমান সরকারের অবদান ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে সবিশেষ আলোকপাত করা হয়। অনুষ্ঠানটি  সঞ্চালনা ছিলেন রায়পুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক, বিশিষ্ট কবি ও লেখক শামীমা আক্তার শিমু এবং মিয়াজানপুর সপ্রাবি,র প্রধান শিক্ষক মো. এমদাদুল হক।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ