স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বিএনপি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত শিবিরের অবস্থানসহ বিক্ষোভের প্রতিবাদে সভা করেছে ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যগণ। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
নজরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ারর্ডের ইউপি সদস্য হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক এ ফারুক ও গোলাম ফারুক বাবু, নজরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরমান পাঠান, দেলোয়ার হোসেন, ইসমাইল, রশীদ, নরসিংদী জেলা ছাত্রদল নেতা সাব্বির ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল নেতৃবৃন্দসহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সোমবার (৩ জানুয়ারি) রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে নজরপুর ইউনিয়নের গরীর-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান শেষে কম্বল না দেওয়ায় জামায়াত কর্মীরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আরিফ উদ্দিনের সাথে দূব্যবহার করেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় নজরপুর ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কবির আহত হয়। বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি নরসিংদী শহরে তারা বিক্ষোভ মিছিল করে। বিএনপি ও স্থানীয় নেতাদেরকে কলুসিত করার জন্য এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে এবং এই সাজানো বিষয়টি নিয়ে বিভিন্ন কুৎসা ছড়ায় তারা।
বক্তারা বলেন, জামায়াত-শিবির জানে সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত। আর সেটা জেনেই জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এসব কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।