আবুল কাশেম: নরসিংদীর চরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলোকবালী এ এম হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সোমবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লেখক ও কলামিস্ট আর কে চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী ।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। তোমাদের হাত দিয়েই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।
তোমাদেরকে সেভাবেই গড়ে উঠতে হবে। আর গড়ে উঠতে যত বাধা বিঘ্নই আসুকনা কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের বিদায় অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান বলে আমরা মনে করি। কারণ তোমরা মহাসাগরের দিকে ধাবিত হচ্ছ।
জ্ঞানের মহাসাগর পাড়ি দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌছতে পারলেই তোমাদের পরিচয়ে বাংলাদেশ নতুন মাত্রা লাভ করবে। বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোশে তিনি বলেন,আগামীতে স্কুলের নিয়মনীতিতে গাফিলতি পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কাউসার মিয়া, হুমায়ূন কবির,বিপাশা আক্তার, অভিভাবকের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ চৌধুরী, রশিদ মেম্বার, আলাউদ্দিন মেম্বার, শাহিন সরকার,ছিদ্দিক মেম্বার,আমান মেম্বার, মুক্তিযোদ্ধা বশির আহমেদসহ আলোকবালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এবছর আলোকবালী এ এম সি হাইস্কুল থেকে ৭১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।