নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় প্রতিষ্ঠিত প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট) মোহাম্মদ হোসেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন তিনি।এ সময় তার সাথে ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. নঈম জাহাঙ্গীর, শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নঈমা আক্তার।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার, সকল শিক্ষক শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের মধ্যে সুন্দর পাঠ দানসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন সহকারি সচিব (বাজেট) মোহাম্মদ হোসেন।