• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৮ এএম
পলাশে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা

নিজস্বপ্রতিনিধি: “প্রতিটি শিক্ষার্থীর হাত ধরে হবে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে ২০২৩ সালে উত্তীর্ণ  এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিয়েছে পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাব। শনিবার পলাশের পারুলিয়া মোড় এলাকায় পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতি (নবশিস) এর সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী, স্থানীয় গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ও ইউপি সদস্য আরিফুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ তৈরীর ঘোষনা দিয়েছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরী হতে হবে। এই স্মার্ট নাগরিক তৈরী হতে গেলে মেধাবী, ভালো মানুষ ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে যা আজকের এই শিক্ষার্থীদের কাছ থেকে আশা করি। তাই আজকের মেধাবীদের হাত ধরেই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশ্বাস দেন।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ