• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে অতিরিক্ত সচিব দিলরুবা খানকে সংবর্ধনা প্রদান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪৭ পিএম
শিবপুরে অতিরিক্ত সচিব দিলরুবা খানকে সংবর্ধনা প্রদান 

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নরসিংদীর শিবপুরের কৃতী সন্তান, ঢাকা উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় ও ৩৩নং দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিরিক্ত সচিব এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূঞা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, নরসিংদীর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মুত্তাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, নূর মোঃ রুহুল ছগীর, জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূইয়া ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দরজী।

অপরদিকে,  ফিরোজা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুরের ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ১০ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান, জিপিএ ৫ প্রাপ্ত ১০জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ